প্রতিষ্ঠানের ইতিহাস
ফাড়াবাড়ী কুশুমউদ্দীন উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের করিয়া কলন্দা মৌজায় ফাড়াবাড়ী গ্রামে অবস্থিত।বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ৮ কি.মি. দক্ষিণে এবং রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে ৩ কি.মি. উত্তরে বিদ্যালয়টি অবস্থিত। অত্র বিদ্যালয়টির উত্তরে ২ কি.মি., দক্ষিণে ৩ কি.মি., পশ্চিমে ৮ কি.মি.,পূর্বে ৯ কি.মি. এর মধ্যে কোন বিদ্যালয় নেই।সেই সময় ফাড়াবাড়ী সহ আশেপাশের কয়েকটি গ্রামে শিক্ষার আলো পৌছায়নি বললেই চলে।তারই প্রেক্ষাপটে অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী, সমাজসেবী ও সম্মনী ব্যাক্তিবর্গের সমন্বিত প্রচেষ্ঠায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেন,কিন্তু আর্থিক বিবেচনায় বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব না হওয়ায় পার্শবর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর গ্রামের একজন মহান সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যাক্তি জনাব আলহাজ্ব কুসুমউদ্দীন সাহেবের নিকট তাকে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ জানান। বলা বাহুল্য তিনি ইতিপূর্বেই নেকমরদ কুসুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভবানীপুর গ্রামে কুসুমউদ্দীন প্রাথমিক বিদ্যালয় এবং ২টি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন।
জনাব আলহাজ্ব কুসুমউদ্দীন সাহেব ফাড়াবাড়ী মৌজায় ব্যাক্তিবর্গের আহ্বানে সরজমিনে আসেন এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠার জায়গা নির্বচান করে ৯৬ শতক জমি নিজ অর্থে বিদ্যালয়ের নামে সাফ কবলায় ক্রয় করেন।পরবর্তীতে এলাকা বাসী স্বতঃস্ফূর্ত ভাবে বিদ্যালয়ের নামে ক্রয়কৃত জমির সংলগ্ন এবং বিভিন্ন জায়গায় মোট ১.৪৫ ( এক একর পয়তাল্লিশ শতক) জমি বিদ্যালয়ের নামে সাফ কবলা মুলে দানস্বরুপ রেজিট্রী দেন, বিদ্যালয়ের নামে মোট জমির পরিমাণ হয় ২.৪১ শতক (দুই একর একচল্লিশ শতক)। এলাকাবাসীর সর্বসম্মতিতে বিদ্যালয়টির নাম করন করা হয় ফাড়াবাড়ী কুসুমউদ্দীন উচ্চ বিদ্যালয়।১৯৯২ সালে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।একাডেমিক কার্যক্রমের জন্য প্রথমে চাতলাই উপরে টিন দিয়ে শ্রেণীকক্ষ নির্মান করা হয় এবং পরবর্তীতে প্রতিষ্ঠাতা নিজস্ব অর্থায়নে আধাপাকা ৭টি শ্রেণীকক্ষ মেয়েদের ১টি কমনরুম, প্রধানশিক্ষকের একটি অফিস রুম,সহকারী শিক্ষকদের জন্য ১টি, অফিস সহকারীর জন্য ১টি, ছাত্রদের জন্য ২ইউনিট এবং ছাত্রীদের জন্য ২ ইউনিট ওয়াসরুম আছে।বিদ্যালয়ের সামনে প্রশস্ত ১টি খেলার মাঠ আছে।মাঠের চারাপাশ বিভিন্ন গাছপালায় সুসজ্জিত এবং বালিয়াডাঙ্গী টু রানীশংকৈল হাইওয়ে সংলগ্ন পূর্বপাশে একটি মনোরোম ও কোলাহল মুক্ত পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।
প্রধান শিক্ষকের বাণীঃ
শিক্ষায় সম্পদ, এই চিরন্তন বাক্যকে ধারণ করে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়াই হলো এই প্রতিষ্ঠানেে মূল দায়িত্ব। তবে সময়ের সাথে সাথে শিক্ষা গ্রহণ বা শিক্ষাদান পদ্ধতিতে আছে বৈচিত্র্য। সে পরিবর্তনের ধারাকে সাথী করে আমরাও এগিয়ে যায়। উন্নয়নের অগ্রযাত্রায় ও ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীরা যেন সহায়ক ভুমিকা পালন করতে পারে সে বিষয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা থেকে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত হয় এবং বিভিন্ন জাতীয় দিবস নিয়মানুযায়ী যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। তথ্য জানার অধিকার এখন সবার। তাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিদ্যালয়ের বিভিন্ন তথ্য যেমন সহজেই জানতে পারবে, তেমনি সকলের সুচিন্তিত মতামতের আলোকে বিদ্যালয়ের ভাবমূর্তি আরো উন্নতি সাধিত করতে পারবে বলে আশাকরি। মহান আল্লাহ আমাদের সহায় হউন।
ধন্যবাদান্তে
মোঃ এনামুল হক
প্রধান শিক্ষক
ফাড়াবাড়ী কুশুমউদ্দীন উচ্চ বিদ্যালয়
সভাপতির বাণী
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো। শিক্ষাই গতি, শিক্ষা করবে দূর জগতের যত কালো। শিক্ষায় পারে তথ্য প্রযুক্তির সঠিক প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ধারাকে উন্নত থেকে উন্নতর করতে। এ শিক্ষার জন্য শিক্ষিত জাতির জন্য ১৯৯২ সাল থেকে বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছে ফাড়াবাড়ী কুশুমউদ্দীন উচ্চ বিদ্যালয়।
এ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরো যুগোপযোগী ও আধুনিক করার লক্ষে বিভিন্ন প্রকল্প হতে নেয়া হয়েছে। একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইট চালুকরণ তার একটি অংশ মাত্র। যার মাধ্যমে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, সিলেবাস, হাজিরা ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসেই উত্তরোত্তর তাদের সন্তানের পরীক্ষার ফল, আচরণিক পরিবর্তন, সাফল্য আত্মপ্রকাশ ক্ষমতা সম্পর্কে জানতে পারবে। এই ফলশ্রতিতে বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন প্রক্রিয়া চলমান থাকবে এদৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে এবং ফাড়াবাড়ী কুশুম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান ও অনাগত শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক শুভানুধ্যায়ী, মহৎ প্রান ব্যক্তিগণ তাদের প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য বিভিন্ন অর্জন বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যসমূহ দেখে উপকৃত কিংবা শিহরিত হবেন। এতে এই প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে একটি নতুন মাত্রিকতা যোগ হবে বলে আমার বিশ্বাস। তাই ফাড়াবাড়ী কুশুমউদ্দীন উচ্চ বিদ্যালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে এ ওয়েবসাইটের শুভ সূচনালগ্নে শুভকামনা করছি।